how to select a printer

কিভাবে সঠিক প্রিন্টার সিলেক্ট করবেন হোম অফিস ব্যবহারের জন্য

আপনার বাসা বা অফিসের জন্য সঠিক প্রিন্টার সিলেক্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আপনাকে সাহায্য করতে পারে। সবগুলো বিষয় পড়ে আপনার সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে আশা করছিঃ

উদ্দেশ্যঃ প্রিন্টার ব্যবহারের মৌখিক উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কি এটি ব্যক্তিগত ব্যবহারে চান, নিজের দোকানে কিংবা বড় কোম্পানি বা অফিসে ব্যবহারে চান? প্রয়োজনীয়তা প্রতিষ্ঠান অনুসারে পরিবর্তন হতে পারে। যেমনঃ
ক. বাসা বা ছোট পরিসরের জন্য ছোট লেজার প্রিন্টার
খ. অফিসের জন্য মাঝারি নেটওয়ার্ক লেজার প্রিন্টার
গ. বাণিজ্যিক ব্যবহারের জন্য ইঙ্কজেট বা বড় লেজার প্রিন্টার

কি ধরনের প্রিন্টার আপনার প্রয়োজন তা নির্ভর করবে কি ধরনের প্রিন্ট আপনি করবেন তার উপর, কিছু উদাহরণ দিচ্ছি মিলিয়ে নিনঃ
১) সাদা-কালো নরমাল প্রিন্ট ব্যবসার ভাউচার বা মেমো প্রিন্ট করার জন্য
২) কালারসহ প্যাড প্রিন্ট, ডকুমেন্ট প্রিন্ট, আর্টপেপারে প্রিন্ট
৩) পাসপোর্ট ছবি প্রিন্ট, কালার ডকুমেন্ট প্রিন্ট ইত্যাদি
৪) ট্রেসিং প্রিন্ট, স্টাম্পপেপার প্রিন্ট, সার্টিফিকেট প্রিন্ট

এভাবে বিভিন্ন প্রিন্টের ধরণ ও কোয়ালিটি অনুযায়ী প্রিন্টার সিলেকশন করতে হবে। একই প্রিন্টার দিয়ে আপনি উপরের সবগুলো প্রিন্ট করার সুযোগ পাবেন এমনও আছে। আসুন নিচের বৈশিষ্ট্যগুলোর সাথে মিলিয়ে নিইঃ
ক. মোনোক্রোম বা রঙিন নিজের জন্য কি করে ব্যবহার করতে চান, মোনোক্রোম (কালো এবং সাদা) প্রিন্টার বা রঙীন প্রিন্টার? মোনোক্রোম সাধারণভাবে বিশেষ ভাবে টেক্সট ডকুমেন্টের জন্য সঠিক, আর রঙীন প্রিন্টার এক্সট্রা রঙের ডিজাইন বা গ্রাফিক্সের জন্য দরকার।
খ. প্রিন্ট রেজোলিউশনঃ প্রিন্টারের রেজোলিউশন চেক করুন, যা সাধারণভাবে ডটস-পার-ইঞ্চ (DPI) এর মাধ্যমে মাপা হয়। উচ্চ DPI উচ্চ গুনগুণ প্রদান করে, যা উচ্চ গুনগুণের গ্রাফিক্স প্রিন্টে গুরুত্বপূর্ণ। উচ্চ রেজোলিউশন সম্পন্ন প্রিন্টার অফিসিয়াল ডকুমেন্টের জন্য প্রয়োজন হয়।
গ. প্রিন্ট সম্পূর্ণতাঃ নির্ধারণ করুন আপনি কত সময় প্রিন্ট করবেন এবং একটি প্রিন্টার সেই প্রিন্ট মৌখিকতা দিতে পারবে কিনা। এই তথ্য সাধারণভাবে প্রিন্টারের স্পেসিফিকেশনে সরবরাহ করা হয়।
ঘ. প্রিন্ট গতিঃ প্রিন্টারের পেজ-পার-মিনিট (PPM) রেটিং বিচার করুন। যদি আপনি বেশি পেজ দ্রুত প্রিন্ট করতে চান, তাহলে দ্রুত PPM সম্পন্ন প্রিন্টার প্রয়োজন। বাসায় ব্যবহারের জন্য কম PPM এর প্রিন্টার হলেও চলে এজন্য দ্রুতগতির প্রিন্টার প্রয়োজন নেই। আবার ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসের জন্য গতিশীল প্রিন্টার প্রযোজ্য।
ঙ. কানেকটিভিটিঃ বর্তমানে এই বিষয়টিকে বেশ গুরুত্ব দেয়া হয় কারন বিশেষ করে বাসা বাড়ী বা ছোট পার্সোনাল অফিসে ওয়াইফাই বা ব্লুটুথ যুক্ত প্রিন্টারের প্রয়োজন হয় বিশেষ করে মোবাইল থেকে প্রিন্ট করা যায় এমন হলে আরো ভাল। এমন কিছু প্রিন্টারের বিবরণ এখানে পাবেন।
চ. কালি ও টোনার কার্টিজ এর মূল্যঃ লিকুইড কালি বা কার্টিজ ব্যবহারকারী প্রিন্টারকে বলা হয় ডেক্সজেট (DeskJet) বা ইঙ্কজেট (Inkjet) অন্যদিকে টোনার বা পাউডার কালি ব্যবহারকারী প্রিন্টারকে বলা হয় লেজারজেট (LaserJet)। সাধারনত কালারপ্রিন্টের জন্য ডেক্সজেট (DeskJet) বা ইঙ্কজেট (Inkjet) ব্যবহার করা হয় এগুলোর মূল্য অনেকটা কম (লিস্ট দেখে নিন) অন্যদিকে লেজারজেট কালার প্রিন্টারের মূল্য বেশ চড়া (এখানে লিস্টে কিছু উদাহরণ দেয়া হলো)

ছ. কালি/টোনার অনুযায়ী প্রিন্টার মূল্যঃ (এটা সবচেয়ে প্রাধান্য পাওয়ার মতো বিষয় মনোযোগ দিন এখানটায়) আপনার প্রিন্টের পরিমাণ বেশি হলে অর্থাৎ প্রতিদিন ৫০০-১০০০ এমন হলে আপনাকে বড় লেজার প্রিন্টার (বেশি মূল্যের) নিতে হবে যেগুলোয় প্রতি পেজের প্রিন্ট খরচ কম, এমন প্রিন্টারের লিস্ট এখানে।
আপনি বাসায় বা ছোট অফিসের জন্য যেখানে প্রতিদিন ২০-৫০ পেজ প্রিন্ট প্রয়োজন হয় এমন প্রিন্টের জন্য ছোট/কম মূল্যের প্রিন্টার নিবেন এসবের যদিও প্রিন্ট কস্ট একটু বেশি কারন এসবের টোনার/কালি পরিমাণ কম থাকে এমন কিছু লেজার প্রিন্টার এর লিস্ট।
কিছু নতুন প্রিন্টার আসে বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে যেমন ওয়াইফাই/ব্লুটুথ প্রিন্ট এগুলোর প্রিন্টারের মূল্য কিছু কমের মধ্যে হলেও কালি/টোনার মূল্য কিছুটা বেশি সেক্ষেত্রে প্রিন্ট-পার-পেজ কস্ট বেড়ে যায়। মাথায় রাখবেন একদম নতুন প্রিন্টারের টোনার/কালি এর দাম প্রথম ১/২ বছর বেশ চড়া থাকে। কিছু প্রিন্টার লিস্ট এখানে দিচ্ছি।

জ. লেজার প্রিন্টার নাকি ইঙ্কজেট?ঃ লেজার প্রিন্টার মূলত ডকুমেন্ট প্রিন্ট এর জন্য এবং ইঙ্কজেট প্রিন্টার ডকুমেন্টসহ কালার প্রিন্ট সবকিছুর জন্য ব্যবহারযোগ্য। লেজার প্রিন্টার হেসেল ফ্রি এ কারনে অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায়। ইঙ্কজেট প্রিন্টারগুলো সাধারনত দোকানে বা কমার্শিয়াল স্টোরে ব্যবহার করা হয়, আবার যেসব অফিসে কালার প্রিন্ট প্রয়োজন যেখানেও ইঙ্কজেট বা ডেক্সজেট প্রিন্টারগুলো ব্যবহার হয়। আপনি যদি লাইফটাইম বিবেচনা করেন অবশ্যই লেজারপ্রিন্টার দীর্ঘস্থায়।

ঝ. মাল্টি-ফাংশন প্রিন্টারঃ মাল্টি-ফাংশন প্রিন্টার বা মাল্টি-ফাংশন ডিভাইস (MFP) একটি প্রিন্টার বা স্ক্যানারের মধ্যে অতিরিক্ত ফাংশনালিটি সহ একটি ডিভাইস বা যন্ত্র ধারন করা হয়। এই প্রিন্টারগুলি সাধারণভাবে প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি করা, ফ্যাক্স করা, এবং ইবান্ট প্রিন্ট করার ক্ষমতা রাখে। এগুলোতে নেটওয়ার্কিং এবং ওয়াইফাই ব্যবহার করা যায়। এটি দুর্দান্ত স্থান-সংরক্ষণকারী, অর্থ সাশ্রয়কারী এবং সময় সাশ্রয়কারী বলা চলে।
এইসব প্রিন্টারের ক্ষেত্রে দুটো বিষয় প্রযোজ্যঃ এসব প্রিন্টারের মূল্য বেশি এবং সার্ভিসিং করাতে হয় কিছুদিন পরপর।

আপনার নিজের অভিজ্ঞতা না থাকলে অথবা আপনার অফিসে আইটি এক্সপার্ট (বিশেষ করে যারা প্রিন্টার বিষয়ে জানেন) না থাকলে একটু সময় নিয়ে স্টাডি করে দেখুন। এখন অনলাইনের যুগে সব রকমের পরামর্শ পাওয়া যায় ইন্টারনেট বা ইউটিউবে, এরপর সিদ্ধান্ত নিন। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রিন্টারের প্রায় ৪০-৫০% পড়ে যায় পরের বার টোনার/কালি কিনতে গিয়ে। বুঝে শুনে সিদ্ধান্ত নিন, প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে (০১৭৮৯-১১০০৪৮) চ্যাট করে পরামর্শ নিতে পারেন।